রেশনিং পদ্ধতির মাধ্যমে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা হোক

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

শেরশাহের আমলের বাজার মূল্য শুনলে আজকের প্রজন্মের কাছে আরব্য উপন্যাসের গল্প মনে হবে। বর্তমানে বাজারের সাথে সে সময়কালের তুলনা করা অবান্তর। তারপরেও আজকের দ্রব্যমূল্যের যে চিত্র তা দেখে মানুষের নাভিশ্বাস। নিত্যপ্রয়োজনীয় পণ্যে যেন হাত দেয়াই যায় না। মধ্যবিত্ত পরিবারের আয়ের সাথে বাজারের দ্রব্যমূল্যের কোনো সামঞ্জস্য নেই।
আমলাতান্ত্রিক জটিলতার সুযোগে সিন্ডিকেট ব্যবসায়ীরা আজ নিয়ন্ত্রণ করছে বাজার ব্যবস্থা। সরকারের বিভিন্ন পদক্ষেপকে তারা দেখাচ্ছে বৃদ্ধাঙ্গুল। ব্যর্থ হচ্ছে সরকারের শত প্রচেষ্টা। তাই সরকারের কাছে আকুল আবেদন রেশনিং পদ্ধতির মাধ্যমে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা হোক। তবেই জনগণের জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসবে।
এম এ সালাম
পাহাড়তলী
চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধহাসান হাফিজুর রহমান : প্রগতি চেতনায় উজ্জ্বল ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধহায়রে তেল! তেলের তেলেসমাতিতে জনজীবনে অস্বস্তি