রূপকুমারী স্বদেশ

দিপংকর দাশ | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

হাসনাহেনা সুবাস ছড়ায়
গভীর রাতে শ্যামের বাঁশি,
ঘাসের ডগায় সবুজ মায়া
খুব সকালে রবির হাসি।

ঘুম ভেঙে যায় পাখির গানে
কলকাকলি পল্লী জুড়ে,
হাঁসের ঝাঁকে নদীর বাঁকে
ডুব সাঁতারে যাচ্ছে দূরে।

গোয়াল ঘরে হাম্বা হাম্বা
দুধ দোহনে ব্যস্ত মালিক,
পদ্ম ঝিলে বকের সারি
আকাশ জুড়ে উড়ে শালিক।

রৌদ্র মেঘের লুকোচুরি
ঝিরিঝিরি বারিধারা,
কখনো বা কাঠফাটা রোদ
উপর থেকে দিচ্ছে তাড়া।

কত শিল্পী আঁকে ছবি
কত কবি লিখে ছড়া,
বাংলা মায়ের স্নিগ্ধ ললাট
স্নেহ ভালোবাসায় ভরা।

পূর্ববর্তী নিবন্ধএমন কেন হলে
পরবর্তী নিবন্ধশারদ প্রাতের অচিন হাওয়া