এমন কেন হলে

প্রবীর বড়ুয়া | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

গ্রীষ্মকালে আম আনতে
আরো আনতে জাম,
শীতকালে আনতে পিঠা
হরেক রকম নাম।

পুকুরের মাছ, ক্ষেতের সব্জি
আরো কত কী,
কষ্ট করে নিয়ে আসতে
ঠিক মনে রেখেছি।

মামা তুমি হঠাৎ করেই
হাসপাতালে গেলে,
চোখ দুটো বুজলে তুমি
আমাদেরকে ফেলে।

কীসের এত তাড়া ছিল
দ্রুত চলে গেলে,
মায়ায় ভরা মামা তুমি
এমন কেন হলে?

পূর্ববর্তী নিবন্ধনগর শিশু
পরবর্তী নিবন্ধরূপকুমারী স্বদেশ