নগর শিশু

আহসানুল হক | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগর শিশু আছে কেমন
নেয় না তো খোঁজ কেউ
ওদের কাছে সব অচেনা
ফুল-পাখি ও ঢেউ !

গাছ চেনেনা মাছ চেনেনা
চেনে না গাঁ-হাট
দালান কোঠায় বন্দি জীবন
নেয় ‘ইন্টারনেট’পাঠ !

ওদের কাঁধে বইয়ের বোঝা
বয়স যখন আট,
বিল চেনেনা ঝিল চেনেনা
চেনেনা মাঠ-ঘাট !

সকাল -সন্ধ্যা- রাত অবধি
একই জীবন ছক
খেলাধুলার নেই ফুসরৎ
যায় মরে যায় শখ !

পূর্ববর্তী নিবন্ধকোভিড পরিস্থিতিতেও চা উৎপাদন ও নিলাম কার্যক্রম স্বাভাবিক রয়েছে
পরবর্তী নিবন্ধএমন কেন হলে