রুমায় কেএনএফের মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের পুঁতে রাখা মাইন বিস্ফারণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরো এক শ্রমিক গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খখলা বাহিনী ও স্থানীয়রা জানান, জেলার রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চাইক্ষ্যাং পাড়ার থানচিলিক্রে সীমান্ত সড়কের ধোপানিছড়া এলাকায় বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী পরিচ্ছন্নতার কাজ করার সময় কেএনএফের পুঁতে রাখা বিস্ফোরক (ওঊউ) বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. রাশেদ (১৮)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের নুরুল হকের পুত্র। এ ঘটনায় দুলাল (৩৫) নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিস্ফোরণে এক শ্রমিক মারা গেছে। আহত হয়েছে আরো এক শ্রমিক। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, দুপুর ১২টা ২০ মিনিটে বিজিবি সদস্যরা নিহত ও আহতকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে রাশেদ ঘটনাস্থলেই নিহত হয়েছিল। গুরুতর আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানচি বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফনেটন্যন্ট কর্নেল মোহাম্মদ শরিফুল আলম বলেন, বর্ডার রোড প্রজেক্টে কাজ করার সময় কুকিচিনদের (কেএনএফ) পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

এর আগে ১৭ মে রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্লৌপি পাড়ায় মাইন বিস্ফোরণে জুয়েল ত্রিপুরা নামে স্থানীয় যুবক নিহত হন। আহত হন আব্রাহাম ত্রিপুরা নামে আরেক যুবক।

পূর্ববর্তী নিবন্ধআম পাড়া নিয়ে ‘মারামারিতে’ বৃদ্ধার মৃত্যু, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার উস্কানিমূলক মন্তব্যের নিন্দায় যুক্তরাষ্ট্র