আম পাড়া নিয়ে ‘মারামারিতে’ বৃদ্ধার মৃত্যু, গ্রেপ্তার ২

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই সৎ ভাইবোনের পরিবারের মধ্যে মারামারিতে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওই বৃদ্ধার সৎ ভাই আলী আছকর (৬৭) ও তার মেয়ে আমেনা আক্তারকে (৩২) গ্রেপ্তার করা হয়।

গত ১৯ মে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার ওই ঘটনায় বিলকিছ খাতুন নামের ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা মাথায় আঘাত পান। পরে গত সোমবার রাতে তিনি মারা যান। বিলকিস খাতুন ওই এলাকার সাহেব মিয়ার স্ত্রী। খবর বিডিনিউজের।

চন্দনাইশ থানার এসআই, মামলার তদন্ত কর্মকর্তা ইখতিয়ার হোসেন বলেন, জায়গাজমি নিয়ে সৎ ভাইবোন বিলকিছ ও আছকরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গত ১৯ মে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে আছকরের পরিবারের সদস্যদের সঙ্গে বিলকিছদের কথা কাটাকাটি শুরু হয়। পরে ঘটনা হাতাহাতির পর্যায়ে যায়।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বাকবিতণ্ডার সময় বিলকিছ মাথায় আঘাত পেয়েছিলেন। সেদিন বাড়িতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। গত সোমবার রাতে বিলকিছ খাতুনের শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয় বলে ওসি আনোয়ার জানান।

এসআই ইখতিয়ার জানান, বিলকিছের মৃত্যুর পর তার ছেলে মীর কাশেম বাদী হয়ে আছকর ও তার মেয়ে আমেনার বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে বাবামেয়েকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধ৩৮ সেবা নিতে ন্যূনতম কর বাধ্যতামূলক হতে পারে
পরবর্তী নিবন্ধরুমায় কেএনএফের মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত