রাঙামাটিতে ২ লাখ টাকার কাঠ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ৬:৩৭ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার ঘাগড়াস্থ ফরেস্ট রেঞ্জ কর্তৃপক্ষ সেনাবাহিনীর সহযোগিতায় পরিত্যক্ত অবস্থায় কাঠ উদ্ধার করেছে।

আজ সোমবার (৩ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাইগ্গামাছড়া এলাকা হতে দক্ষিণ বন বিভাগ ও সেনাবাহিনী ৪০ টুকরা গামারি ও শিলকড়াই গোল কাঠ উদ্ধার করে।

ঘাগড়া ফরেস্ট স্টেশন কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক জানান, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামশাহর (ডিএফও) দিক নির্দেশনা মোতাবেক সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ৫৫ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য ২ লক্ষ টাকা।

উদ্ধারকৃত কাঠ ঘাগড়া বন স্টেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএলপিজির দাম আরো কমলো
পরবর্তী নিবন্ধরেস্তোরাঁয় খেতে টিকা সনদ লাগবে: স্বাস্থ্যমন্ত্রী