রমজানে গরিব অসহায়দের পাশে দাঁড়াতে হবে

বিভিন্ন স্থানে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

২ নম্বর জালালাবাদ ওয়ার্ড : চট্টগ্রাম নগরের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের বালুছড়াস্থ লিডার্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গতকাল নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ২০০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জালালাবাদ ওয়ার্ডের বিভিন্ন মাদরাসায় চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীও প্রদান করা হয়। নাছিম ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর মো: সাহেদ ইকবাল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী (অব🙂 চেয়ারম্যান লিডার্স স্কুল অ্যান্ড কলেজ, বিশেষ অতিথি কর্নেল আবু নাসের মো: তোহা (অব🙂 প্রিন্সিপাল লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার মো: সাহেদ ইকবাল বাবু বলেন, নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বদা আর্ত মানবতার সেবায় কাজ করে। রমজানকে নেয়ামত হিসেবে আল্লাহ তালা আমাদের মাঝে দান করেছেন। যারা দুস্থ, অসহায় রোজাদারদের পাশে দাঁড়ায় তারা মহৎ ব্যাক্তি। এই ফাউন্ডেশনের সাথেসাথে সমাজের বিত্তবান ব্যক্তিগণও যদি এগিয়ে আসেন তাহলে সমাজ থেকে দারিদ্রতা একদিন দূরভিত হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক নাছের তালুকদার ও হারুন জালালাবাদী।

মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতি : পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপের মুছাপুরে ৩০০ অসহায় পরিবারের মাঝে ৪র্থ বারের মত ইফতার সামগ্রী বিতরণ করেছে মুছাপুর ৫নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতি। শনিবার বিকেলে (৯ মার্চ) দক্ষিণ মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুছাপুর ৫নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ জিল্লুর রহমান। মুছাপুর ৫নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আবদুল আলিম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের নাদিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুছাপুর ৫নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক মিলাদুন্নবী, বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন, আখতারুজ্জামান সুজন, মাস্টার মাহাবুবুর রহমান, মাস্টার বেলাল উদ্দিন, মাজহারুল ইসলাম মেম্বার, আবুল খায়ের, মোহাম্মদ ফোরকান উদ্দিন, মাহমুদুর রহমান বেলাল, মাস্টার মোহাম্মদ ইলিয়াস। সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুরশিদ আলম, দিলদার আজিম, মোহাম্মদ ফোরকান উদ্দিন, জহির উদ্দীন রাজু, মোঃ মামুন, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ লিটন, মোঃ সোহরাব, ফখরুল ইসলাম, সাইদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক দিদারুল আলম, মুস্তানসের বিল্লাহ, শহিদুল্লাহ মেম্বার, মোঃ সোলায়মান, আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন মনি, শিহাব উদ্দিন, রিদওয়ানুল বারী রিপন, ইসমাইল হোসেন কবির, মাইন উদ্দিন সোহেল, আব্দুল মান্নান লালু, আব্দুল কাইয়ুম, মজনু খান বাবু, মেহেদী হাসান রাব্বী, মোহাম্মদ কাউছারসহ অনেকেই। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইসমাইল। বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক অপু ইব্রাহিম।

উপলব্ধি : রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে উপলব্ধি ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে একমাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় গত শনিবার বিতরণ করা এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছেচাল, চিনি, ছোলা, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, সরিষারতেল, মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, বুটের ডাল, ময়দা, গুঁড়ো দুধ, সুজি, লবন, নারকেল, চিনিগুঁড়া চাল, ইসপি শরবত, চাপাতা, খেসারির ডাল, আলু, ঘি, লাচ্ছা সেমাই ইত্যাদি। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরি পর্ষদ সদস্য এইচএম সালাউদ্দীন, মোশরাফুল হক চৌধুরী পাভেল, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ..ম তামজীদসহ যুব সদস্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপলব্ধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ ইজাবুর রহমান।

বাগমনিরাম ওয়ার্ড বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলদার সরকার সম্পূর্ণ জনবিচ্ছিন্ন ও অমানবিক সরকার। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ পরিবার পরিজনের ভরণপোষণ মিটাতে দিশেহারা হয়ে পড়েছে। তিনি রবিবার (১০ মার্চ) বিকালে নগরীর কাজীর দেউরী ব্যাটারী গলিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উদ্যোগে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, শহীদুল ইসলাম চৌধুরী, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসাইন। বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ সম্পাদক আসাদুর রহমান টিপু, আনোয়ার হোসেন আনু, মো. ইদ্রিস সবুজ, মো সরোয়ার, কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. সেকান্দর, জিয়া উদ্দিন বাবলু, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আনাস জিহান, বিএনপি নেতা জামাল সরদার, ফজর আলী, মো. জাবেদ, নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, সফিক আহমেদ, মো. হাসান, নাদিম প্রমুখ।

হাসি সংগঠন : সামাজিক ও মানবসেবামূূলক সংগঠন হাসির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ৮ মার্চ নগরীর চন্দনপুরা গুলজার বেগম স্কুল মাঠে হাসির মুসলেহ উদ্দীন মুন্নাহর সার্বিক তত্ত্বাবধানে, হাসির সিনিয়র কর্মকর্তা এম হামিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩২নং ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, ১৬,২০,৩২ নং ওয়ার্ড চসিক মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তা, হাসির উপদেষ্টা ও রিয়াদ চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক সিকদার, আবুল মাসুদ ও নেজাম উদ্দীন। মুহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় হাসির কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আবুল হাসনাত রাসেল, আবদুন নুর আইয়ুব, মুহাম্মদ লিটন, ফখরুদ্দিন বাবুল, বারসাতুল হক জারিফ, মুহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ মিনহাজ, মুহাম্মদ জামশেদ, মুহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ রামিম, মুহাম্মদ তাহসিন, মুহাম্মদ আবির, মুহাম্মদ সামি প্রমুখ।

পতেঙ্গা ভারটেক্স গ্রুপ : পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর, ইপিজেড ও পতেঙ্গার এলাকাবাসীদের মাঝে প্রতি বছরের মত এবারো সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ভারটেঙ গ্রুপ। ১০ মার্চ (রবিবার) বিকেল ৩ টায় ভারটেঙের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নূর পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন। ভারটেঙের সিনিয়র ম্যানেজার (অপারেশন) শেখ মোঃ মোয়াজ্জেম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক। এসময় আরও উপস্থিত ছিলেন, সমন্বয়ক মোঃ কাউছার আলম, পিএফ এসও আনিসুর রহমান, একাউন্ট অফিসার মোস্তফা আলীসহ সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোজাহের আলম, সাধারণ সম্পাদক মো. সালাম, তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মাস্টার, সাইফুদ্দিন, মোস্তফা, হায়দার, রুবেল রিপন, অনিক প্রমুখ।

আশিয়ায় আবুল বশর ফাউন্ডেশন : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে সাড়ে ৩শ’ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে হাজী আবুল বশর ফাউন্ডেশন। এসব পরিবারকে ইফতার সামগ্রী হিসেবে মুরগি, ছোলা, চিনি, চিড়া মুড়ি, বাংলা সেমাই সয়াবিন তৈল প্রদান করা হয়। গতকাল সোমবার সকালে এ উপলক্ষে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক মোঃ বেলাল উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বখতিয়ার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী, সহসভাপতি লিটন মজকুরী, ফাউন্ডেশনের সদস্য হেলাল উদ্দিন, মোঃ জালাল উদ্দিন, দেলোয়ার হোসেন মানিক, উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর, মোঃ ফোরকান, মহিউদ্দিন, মোহাম্মদ মাসুদ প্রমূখ।

উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ড : উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ডে অসহায় ও দুঃস্থ ৫০০ পরিবারের মাঝে আলহাজ্ব ইসহাক নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে গতকাল ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়। নগরীর ইসহাক নুর ভবনে এই উপহার সামগ্রী বিতরণ করেন ইসহাক নুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইদ্রিচ মোহাম্মদ নুরুল হুদা, পরিচালক মোঃ জাওহার মোক্কাদ্দেছ, রিদোয়ান মুহাম্মদ মিনহাজুল হুদা, সৈয়দা আমিরা নুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহাবুবুল হক স্মৃতি ফাউন্ডেশন : মরহুম মাহাবুবুল হক স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গতকাল সোমবার বিকেলে নগরীর হালিশহর হাউজিং এস্টেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রমজানে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম মজুমদার, যুগ্ম সম্পাদক আবেদ মনসুর চৌধুরী, আওয়ামীগ নেতা রেজাউল করিম ইরান, আশফাকুল আলম, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান, মরহুম মাহাবুবুল হকের জৈষ্ঠ্য পুত্র হাবিবুল হক বিপ্লব, যুবনেতা ওমর ফারুক প্রমুখ। ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তারা মরহুম মাহাবুবুল হকের রাজনৈতিক জীবন ও সমাজ সেবায় অবদানের কথা স্মরণ করেন।

পাঁচলাইশ থানা যুবলীগ ও ছাত্রলীগ : চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ একটি কমিনিউটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ পাঁচলাইশ থানা যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুস্থগরীবদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ ও সঞ্চালনায় করেন ছাত্রনেতা নাঈম আশরাফ অভি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ও নগর যুবলীগের সাবেক সিনিয়র সদস্য জাবেদুল আলম সুমন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক এম এ রহিম, আলমগীর কবির, মিথুন মল্লিক। সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম রনি, নিজাম উদ্দিন, মো. আসাদ, মো. বাবলু, মো. মহিউদ্দিন, মো. জাবেদ, মো. হারুন, মো. আরমান ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন, মিসকাতুল কবির, ইরফানুল হক বাপ্পী, মো. ইসমাইল, রেদওয়ানুল হক রাতুল, মো. রাকিব, সজিব, মাশরাফি, তোফাজ্জল, সোহল মেহেদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভা
পরবর্তী নিবন্ধরমজানে সিএসইতে লেনদেনের সময়সূচি পরিবর্তন