২৫ মে পালিত হবে ‘বিশ্ব ফুটবল দিবস’

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:২৩ পূর্বাহ্ণ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের জন্য বিশেষ দিবস পালনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সাধারণ পরিষদে সদস্য দেশগুলোর ভোটে চলতি বছর থেকে বিশ্ব ফুটবল দিবস পালনের সিদ্ধান্ত হয়। ২৫ মে’তে পালিত হবে বিশ্ব ফুটবল দিবস। এই তারিখকে নির্ধারণ করার পেছনে অবশ্য কারণও রয়েছে। ১৯২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন অলিম্পিক। যেখানে প্রথমবারের মতো শুরু হয় ফুটবল ইভেন্ট। আর সেটিই ছিল বিশ্বের সব অঞ্চলের প্রতিনিধিত্ব থাকা প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এবার সেই দিবসের ১০০ বছর পূর্তিতে পালন করা হবে বিশ্ব ফুটবল দিবস।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল খেলতে না পারায় আফসোস নেই তাসকিনের
পরবর্তী নিবন্ধসুপার ফোর পর্বে কোয়ালিটি,শতাব্দী