আইপিএল খেলতে না পারায় আফসোস নেই তাসকিনের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

আইপিএলে খেলতে না পারায় কোন আফসোস নেই বলে জানিয়েছেন তাসকিন। যদিও হাসির ছলে এ কথা বলেছেন তাসকিন, কিন্তু সেই হাসির আড়ালে হাহাকার চাপা দিলেন কিনা কে জানে। এখন অবশ্য আর পেছন ফিরে তাকিয়ে কোনো হিসাব মেলাতে চান না অভিজ্ঞ এই পেসার। তার বিশ্বাস সামনে আইপিএলসহ আরও অনেক লিগে খেলবেন তিনি। দেশের বাইরের লিগে এখনও খেলতে পারেননি তাসকিন। তবে খেলার উপলক্ষ্য তৈরি হয়েছিল বলে তিনি জানিয়েছেন আগে। ডাক পেয়েছিলেন তিনি বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল থেকে। জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্সের ধারাবহিকতায় সেই হাতছানি এসেছিল তাসকিনের সামনে। গত কয়েকবছর ধরেই দারুণ ছন্দে তিনি। সাদা বলের দুই সংস্করণেই বাংলাদেশের অনেক সাফল্যের কারিগর তিনি। আইপিএল থেকেও তার ডাক আসে একাধিকবার। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, ফিটনেসসহ নানা পারিপার্শ্বিক কারণে বিসিবির অনুমতি পাননি তিনি।

চলতি আইপিএলেই যেমন কাঁধের ইনজুরির পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় নিলাম থেকেই তুলে নেওয়া হয় তাসকিনের নাম। এর আগে আইপিএলের বিভিন্ন দল টুর্নামেন্টের মাঝপথে তাকে পেতে চাইলেও মেলেনি বিসিবির সবুজ সংকেত। তুমুল জনপ্রিয় লিগটি তাই এখনও অচেনা ভুবন তাসকিনের জন্য। মোস্তাফিজ আইপিএল খেলার ছাড়পত্র পেলেও তাসকিন পাননি। এটা কি বোর্ডের দুই রকম? তাসকিন জানান যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। সামনে যখন ফাঁকা সময় পাব তখন আইপিএল খেলব । শুধু আইপিএল নয়, এখন তো আরও অনেক লিগ আছে। তাসকিনের মতোই একই অবস্থা আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। এবারের নিলাম থেকে সরিয়ে নেওয়া হয় শরিফুলের নামও। টুর্নামেন্টের মাঝপথে তার সঙ্গে যোগাযোগ করে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিন্তু নির্দিষ্ট সময়ের বাইরে ছাড়পত্র দিতে রাজি হয়নি বিসিবি। ফলে তরুণ বাঁহাতি পেসারেরও আইপিএল খেলা হয়নি। বোর্ডের নীতি প্রসঙ্গে তাসকিন বলেন নীতি প্রায় সবার জন্য একই। হয়তো একেকজনের শরীরের ধরনের একেকরকম। এজন্য বোর্ডের চিন্তার জায়গা থাকে। এছাড়া ফাস্ট বোলার যাদেরই দেখছেন, সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়তো আমার শরীরের ধরন বা বোলিংয়ের ধরন ভিন্ন। এজন্য আমি এবার যেতে পারিনি। আমার তো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টও খেলার কথা ছিল। শেষ মুহূর্তের কাঁধের ইনজুরি ম্যানেজ করার জন্য আমি বিরতিতে গিয়েছি। হয়তো ভবিষ্যতে আইপিএল খেলব। খেলতে না পারায় আফসোস নেই কোনো।

পূর্ববর্তী নিবন্ধবোধনের রবীন্দ্র জন্মজয়ন্তী
পরবর্তী নিবন্ধ২৫ মে পালিত হবে ‘বিশ্ব ফুটবল দিবস’