যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, ৭০ জনের প্রাণহানির শঙ্কা

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বিধ্বংসী টর্নেডোতে সম্ভবত প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে বলে কেনটাকি রাজ্যের গভর্নর জানিয়েছেন। শুক্রবার রাতে ও শনিবার ভোররাতে কেনটাকি, আরকানস, টেনেসি, মিজৌরি ও ইলিনয় রাজ্যে এসব টর্নেডো তাণ্ডব চালায় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার স্থানীয় টেলিভিশন স্টেশন ডব্লিউএলকেওয়াইকে বলেছেন, মৃত্যুর সংখ্যা এর বেশিও হতে পারে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন, খবরগুলো হৃদয়বিদারক। রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকারী কর্মকর্তারা শনিবার সকাল পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আসা মন্তব্যে টেনেসির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র ডিন ফ্লেনার বলেছেন, মারাত্মক এই ঝড়ে রাজ্যটিতে অন্তত তিন জন নিহত হয়েছেন। আরকানসর স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির উত্তরাঞ্চলীয় মনেট এলাকায় টর্নেডোর আঘাতে একটি নার্সিং হোমের ছাদ চূর্ণ বিচূর্ণ হয়ে অন্তত একজন নিহত ও আরও পাঁচ জন আহত হয়েছেন। ইলিনয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে সেইন্ট লুয়িস শহরের কাছে এডওয়ার্ডসভিলের ওপর দিয়ে টর্নেডো ও প্রবল ঝড় বয়ে যাওয়ার সময় ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের একটি গুদামের ছাদ আংশিক ধসে পড়ে, এতে বহু লোক ভেতরে আটকা পড়েছেন। কেনটাকিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর বেসিয়ার।

পূর্ববর্তী নিবন্ধআবারো উত্তপ্ত হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক
পরবর্তী নিবন্ধপটিয়ায় আমিরভাণ্ডারে প্রতিনিধি সম্মেলন