মোস্তাফিজের প্রশংসায় চেন্নাই কোচ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

আইপিএলে বল হাতে বাংলাদেশের মোস্তাফিজুর চেন্নাইয়ের হয়ে দুই ম্যাচেই জ্বলে উঠেছেন। ৬ উইকেট নিয়ে তিনি আছেন উইকেটশিকারীর তালিকায় শীর্ষে। এমন পারফরম্যান্সের সুবাদে ফিজকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা।

চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে যখনই ব্রেকথ্রু দরকার ছিল, তখনই আক্রমণে এসে সফল হয়েছিলেন মোস্তাফিজ। ২৯ রান খরচায় সেই ম্যাচে তিনি ৪ উইকেট নেন। এরপর হয়েছেন ম্যাচসেরাও। তবে দ্বিতীয় ম্যাচে প্রথম দুই ওভারে ২৩ রান দেওয়া মোস্তাফিজ শেষ দুই ওভারে দিলেন মোটে ৭ রান। পেলেন দুই উইকেট। ডেথ ওভারে তার পারফরম্যান্স দেখে খুশি চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসিও। তিনি বলেন, ‘আমাদের পুরো ফোকাসটা এখন ডেথ বোলিংয়ে। পাথিরানাকে (মাথিশা) ফিরে পাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় মোস্তাফিজের ক্ষেত্রেও ব্যাপারটা একই। প্রথম দুই ম্যাচে সে তার কাজটা করে দিয়েছে। বাঁহাতি পেসার হিসেবে সে আমাদের দারুণ একটা অপশন। তার স্লোয়ারগুলো বেশ ভালো। ডেথে যখন সে বোলিং করে চাপের মাঝেও মাথা ঠান্ডা রাখে। আমার মনে হয় এই মুহূর্তে এটা আমাদের কাজে দিচ্ছে। ডেথের জন্য আমাদের এখন ভালো অপশন আছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ’।

পূর্ববর্তী নিবন্ধকারাতে সেমিনারে অংশ নিতে জাপান গেলেন সেনসী এ বি রনি
পরবর্তী নিবন্ধবাঁশখালী গার্লস ক্রিকেট ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ সম্পন্ন