কারাতে সেমিনারে অংশ নিতে জাপান গেলেন সেনসী এ বি রনি

| বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

আগামী ২৯৩১ মার্চ জাপানের টোকিওতে বিশ্বের সর্ববৃহৎ কারাতে সংগঠন সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশনের আমন্ত্রণে আন্তর্জাতিক কারাতে সেমিনারে অংশ নিতে গতকাল ২৭ মার্চ রাতে টোকিও রওয়ানা হয়েছেন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কারাতে কোচ সেনসী এ বি রনি। তার সফর সঙ্গী হিসেবে আছেন বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউখাই (এসকেআইএফ বাংলাদেশ) ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র কোচ সেনসী শামসির আলম ভুঁইয়া, জাতীয় দলের সাবেক স্বর্ণপদক বিজয়ী সেনসী আফজাল ইসলাম, সেনসী সারোয়ার ইসলাম, সেনসী উক্য হ্লা মারমা ও সেনসী নজরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম টেস্টে থাকছেন না হাথুরুসিংহে
পরবর্তী নিবন্ধমোস্তাফিজের প্রশংসায় চেন্নাই কোচ