মেঘের বাড়ির কন্যা

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

দূর আকাশে মেঘের বাড়ি
মেঘের বাড়ির কন্যা
বিজলী ফিতে চুলে বেঁধে
সেজেছে অনন্যা।

বৃষ্টি জলের ফটিক কণায়
কন্যা বানায় আরশি
বৃষ্টি কণা ছিটিয়ে ভেজায়
বাতায়নের শার্সি।

রিম ঝিম ঝিম ছন্দে দেখি
বৃষ্টি মেয়ের লাস্য
বনের কোলে ছড়িয়ে দেয়
কদম কেয়ার হাস্য।

বৃষ্টি কন্যা তুমি আমার
মিষ্টি মধুর ইষ্টি
বৃষ্টি কণায় সবুজ করো
তৃষ্ণা মাখা সৃষ্টি।

মেঘের বাড়ির কন্যা তোমায়
দেবো চুনি পান্না
বৃষ্টি তোমার হয়না যেন
আমার চোখের কান্না।

পূর্ববর্তী নিবন্ধকথার জাদুকর হুমায়ূন আহমেদ
পরবর্তী নিবন্ধবিড়ালগুলো