বিড়ালগুলো

রমজান মাহমুদ | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

একটা বিড়াল দাঁড়িয়ে থাকে
ছিঁড়বে কবে শিকে,
একটা ভিজে বিড়াল ঘটায়
কাণ্ড চতুর্দিকে।

একটা বিড়াল কাজ খুঁজে পায়
মাছটা দিতে বেছে,
তপস্বী এক বিড়াল কেবল
যায় গোপনে নেচে।

একটা বিড়াল হয়তো সাজে
তুলসী বনের বাঘ,
একটা বিড়াল হয়তো কষে
যোগ বা গুণন ভাগ।

কত্তো বিড়াল যেমন খুশি
তেমন রকম সাজে,
কেউ আসে না তাদের গলায়
ঘন্টা বাঁধার কাজে।

পূর্ববর্তী নিবন্ধমেঘের বাড়ির কন্যা
পরবর্তী নিবন্ধসুন্দর