সুন্দর

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

সুন্দর মনে তার সুন্দর চিন্তা
সুন্দর বোলে ওঠে তাক ধিন ধিন তা।
সুন্দর সকালের ঝকঝকে আলো
সুন্দর দেখে কেউ কী যে চমকালো!

সুন্দর আয়োজনে জমে কী যে মেলা
সুন্দর শৃঙ্খল মাঠে হয় খেলা।
সুন্দর ভাবধারা জড়ো হয় এসে
সুন্দর কথা হয় ভালো পরিবেশে।

সুন্দর মাছরাঙা জলে দেয় ডুব
সুন্দর মানুষেরা ভালো হয় খুব।
সুন্দর হাতে পরা বেলোয়ারি চুড়ি
সুন্দর চলাফেরা,তার নেই জুড়ি।

সুন্দর সাদা নীল লাল টুকটুকে
সুন্দর হাসি ফোটে খুশি ভরা মুখে।
সুন্দর মিশে থাক চারপাশে ভরা
সুন্দর জীবন এক চাই হোক গড়া।

পূর্ববর্তী নিবন্ধবিড়ালগুলো
পরবর্তী নিবন্ধশ্রদ্ধাতে হই নত