পটিয়ায় আইনগত সহায়তা দিবস উদযাপন

| মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

পটিয়া চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে গত ২৮ এপ্রিল আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়। দিবস উপলক্ষ্যে চৌকি আদালত প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিবসের অংশ হিসেবে পটিয়া আদালত প্রাঙ্গণে আয়োজি অনুষ্ঠানমালা উদ্বোধন করেন সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী ও পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ নাজমুল হোসেন চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম জেলা ও দায়রা জজ নাজমুল হোসেন চৌধুরী, সিনিয়র সহকারী জজ। ২য় আদালতের বিচারক মো. হাসান জামানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ, সিনিয়র সহকারী জজ চন্দনাইশ আদালতের বিচারক শেখ মোহাম্মদ মুহিবুল্লাহ, পটিয়া আইনজীবী সমিতির সভাপতি আশীষ কুমার দাশ, সম্পাদক নুর মিয়া, আইনজীবী এ কে এম শাহজাহান উদ্দিন, স্বপন কুমার চৌধুরী, মুকুল কান্তি দেব, বলরাম কান্তি দাশ, মো. বদিউল আলম, পটিয়া থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন এবং আদালতের কর্মচারীদের পক্ষ থেকে সেরেস্তাদার আবদুর নূর তুষার প্রমুখ। শেষে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানিয়ে পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ এবং পটিয়া চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান নাজমুল হোসেন চৌধুরী সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভকারীদের ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম দিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধআর অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে : পররাষ্ট্রমন্ত্রী