মুশফিককে সতর্ক করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৮:৪৮ পূর্বাহ্ণ

মিডিয়ায় কথা বলায় মুশফিকুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে গতকাল শুক্রবার বিকালে তার ডাক পড়ে বিসিবিতে। সেই ডাকে সাড়া দিয়ে হাজিরও হয়েছিলেন। ব্যাখ্যা শোনার পর আপাতত তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছে বিসিবি। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে, এখন মিডিয়ায় কোনও কথা বলা যাবে না। মূলত ঘটনার সূত্রপাত দল ঘোষণার পর থেকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন দল ঘোষণার পর বলেছিলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।’ আরও বলা হয়, মুশফিকের চাওয়ার পরিপ্রেক্ষিতেই এই বিশ্রাম। কিন্তু মুশফিক কয়েকটি গণমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন এরপর। মুশফিক সোজাসাপ্টা বলেন, ‘আমাকে বাদ দেওয়া হয়েছে।’ তারই পরিপ্রেক্ষিতে অভিজ্ঞ এই ক্রিকেটারকে শুনানিতে ডাকা হয়। যেখানে আকরাম খান, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ নির্বাচকরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন আলোচনার পাশাপাশি মিডিয়ায় মুশফিকের বক্তব্য নিয়েও কথা ওঠে। মুশফিক নিজের অবস্থান তুলে ধরেন। পরে আকরাম খান জানিয়েছেন, ‘মূলতঃ তিনটি বিষয়ে মুশফিকের সঙ্গে কথা হয়েছে। প্রথমটি হলো, মুশফিককে বলা হয়েছে টি-টোয়েন্টিতে বিশ্রাম দেয়া নাকি বাদ দেয়া- এই বিষয়টা ছিল স্রেফ ভুল বোঝাবুঝি। দ্বিতীয় ব্যাপার হলো, নির্বাচকরা কখনো কোনো প্রেস কনফারেন্স কিংবা মিডিয়া- কোথাও বলেনি যে, তুমি (মুশফিক) টি-টোয়েন্টি খেলতে চাওনি। সব কিছু বাদ দিয়ে মুশফিককে টেস্টে মনযোগী হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।’ মুশফিকও এ বিষয়ে এখন মুখ বন্ধ করে আছেন। তিনি আর নতুন করে কিছু বলেননি।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস ১ম বিভাগ হকি লিগ আজ শুরু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অধ্যাপক আসহাব উদ্দিন আহমদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন