চুয়েটে আন্ত-বিশ্ববিদ্যালয় ওয়ার্কশপ সম্পন্ন

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (ইইই)ও আইকনিক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যৌথ উদ্যোগে ‘Inter-university Workshop on PHIL and Real-Time Simulationশীর্ষক আন্তবিশ্ববিদ্যালয় ওয়ার্কশপ গতকাল রোববার একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। গেস্ট অব অনার ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলওয়ার হোসাইন। প্রবন্ধ উপস্থাপন করেন আইকনিক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও মো. মাহামুদুর রহমান ও ওপালআরটির এমডি গিরিষ নানজুনদায়া। সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুর মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী। প্রধান অতিথি বলেন, আমাদের উন্নয়নকে টেকসই ও বিশ্বমানের করতে হবে। গবেষণা ছাড়া আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবোনা। আমাদের লক্ষ্য হলো গবেষণা কার্যক্রমকে ধারাবাহিক ও গতিশীল রাখা, যাতে আমরা চুয়েটকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারি। এই ধরণের ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কিছু জানতে পারবে, যা আমাদের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব বোয়ালখালী উপজেলা শাখার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধসিভাসু শিক্ষক সমিতির মানববন্ধন