মুজিববর্ষ জিপিএইচ ইস্পাত বিভাগীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গতকাল সোমবার শুরু হয় মুজিব শতবর্ষ জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা। সিআরবিস্থ শিরিষতলা প্রাঙ্গনে উদ্বোধনী দিনে ১৫টি খেলা অনুষ্ঠিত হয়। এরমধ্যে চট্টগ্রাম জেলা তাদের তিনটি খেলাতেই জয়লাভ করে। তারা হারায় চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং রাঙ্গামাটি জেলাকে। আজ সন্ধ্যা ৬টায় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এর আগে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল খেলা। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল নিয়ে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এ বি এম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মো. আলমাস শিমুল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং এডভোকেট ফজলে রাব্বি বাবুল, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ভলিবল ফেডারেশন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সুমন দে, সদস্য সচিব মোহাম্মদ শোয়াইব, সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. আরিফুর রহমান, আবু সামা বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল ভলিবল খেলার প্রসারে ভবিষ্যতে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধান অতিথি এ বি এম আজাদ স্পন্সর প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ দিয়ে চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কার্যক্রমে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের অধীনস্থ বিভিন্ন জেলার করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত্র ক্রীড়া সংশ্লিষ্ট ১০ জনকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে প্রাপ্ত আর্থিক অনুদান উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজয় পেল শেখ মনি ও শেখ কামাল দল
পরবর্তী নিবন্ধঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটের কো. ফাইনালে বাকলিয়া সূর্য তরুণ ক্লাব