মীরসরাইয়ে ১৭ গণপরিবহনকে জরিমানা

অতিরিক্ত ভাড়া

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২২ মে, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

অতিরিক্ত ভাড়া আদায় করায় মীরসরাই সদরে ১৭ গণপরিবহনকে ৬৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালান মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান ও এসিল্যান্ড সুবল চাকমা। এসময় বারইয়াহাট থেকে চট্টগ্রামমুখী চয়েস পরিবহন, উত্তরা বাস ও লেগুনাকে ২০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত ভাড়া না নিতে সতর্ক করা হয়। এসময় আটককৃত চয়েস ও উত্তরা বাসে ৮০ টাকার ভাড়া ১৬০% হিসেবে ১২৮ টাকা আদায় করতে বলা হয়। পাশাপাশি দুই সিটে একজন করে যাত্রী তুলতে বলা হয়। এসময় একই রুটে কিছু লেগুনাকে জরিমানা করে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দণ্ডবিধি ১৮৬০ ধারায় অতিরিক্ত ভাড়া আদায় রোধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকাঁচা রাস্তায় ২০ হাজার মানুষের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধঅস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার