মায়ের শুভ কামনা

খালেছা খানম | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:৪৪ পূর্বাহ্ণ

নিন্দিতা নয়,নন্দিতা হবি,
হে আমার আদুরী নন্দিনী,
জয়ের মাল্য পরবি গলে,
সকল সুখের দুয়ার চিনি।
সততা আর সরলপ্রাণে
সৎকর্মে এগিয়ে যাবি,
আত্মপ্রত্যয় আর আত্মদমনে
অসৎকর্ম এড়িয়ে যাবি।

চরিত্রকে পবিত্র রাখবি,
মনটাকে নির্মল,
বিপদে থাকবি অটল,
রাখবি শক্ত মনোবল।
ধন-দৌলতে বড়ো নয়,

হবি বড়ো
জ্ঞানে-গুণে আর প্রজ্ঞায়,
গুণীজনের করবি কদর,
সম্মান আর শ্রদ্ধায়।

দুঃখীর দুঃখ করবি মোচন,
হাসি ফুটাবি মুখে,
সুন্দর জীবন করবি গঠন,
সাহস রাখবি বুকে।
মানবতায় রাখবি স্বাক্ষর,
করবি অকাতরে দান,
সত্যের পথে হাঁটবি সদা,
আসুক যতো পিছুটান।

নীতি আর নৈতিকতার ছাপ,
থাকে যেনো সর্বময়,
আসুক যতো বাধা বিপদ,
থাকে যেনো অক্ষয়।
আলোর পথে যাত্রী হবি,
আঁধার দিবি ঘুচে,
যুক্তি আর তর্ক দিয়ে
দিবি কুসংস্কার মুছে।

যুগ যুগান্তর থাকবি বেঁচে,
র্মে আর সৃষ্টিতে,
সাধারণের মাঝে অসাধারণ হবি,
সকলের দৃষ্টিতে।

পূর্ববর্তী নিবন্ধলিবিয়া ও মালদ্বীপের স্বাধীনতা দিবস
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়ার সিমেট্রি : আমাদের ঐতিহ্য