কাঁদে বাংলা কাঁদে মাটি

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নরেন আবৃত্তি একাডেমির আয়োজনে কাব্যনাটক অমাবস্যা গত ১৯ মে মঞ্চস্থ হয়। রচনা ও নির্দেশনা প্রয়াত নাট্যজন শোভনময় ভট্টচার্য্য ও কাব্যপালা ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’ রচনা মোকাদ্দেম মোরশেদ ও নির্দেশনায় মিশফাক রাসেল, নৃত্য পরিবেশন করেন দি স্কুল অফ ক্লাসিক্যাল এন্ড ফোক ডান্স নৃত্য পরিচালনায় তরুন চক্রবর্তী। মিশফাক রাসেলের সভাপতিত্বে মারওয়া আনজুমানে জান্নাতের উপস্থাপনায় শুরুতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাহাবুদ্দিন হাসান বাবু ও অবদুর রহমান। নাটকে অভিনয় করেন সৈয়দ হোসেন বাবু, হ্যাপী চৌধুরী, প্রসেঞ্জিত বড়ুয়া, মোহাম্মদ খলিল, অজয় চক্রবর্তী, প্রবাল চৌধুরী, নাদিরা ফেরদৌস, জয়া প্রযুক্তা, আনিকা ফেরদৌস, প্রিয়ন্তি দাশ, ইশফাক শুভ, জারিন বিনতে জসীম, সুহাইলা আফরোজ, অহনা, উদাইশা,ওমর ফারুক, ওয়াসেফা ও আলিনা। কেরিওগ্রাফি হ্যাপী চৌধুরী, আলোক পরিকল্পনায় আজমল নবীন, আবহ সংগীত পরিকল্পনায় দিদারুল আলম, সার্বিক ব্যবস্থাপনায় আলাউদ্দিন ফরহাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ীদের স্মার্ট বিনিয়োগ সেবা গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে
পরবর্তী নিবন্ধআরিফিন শুভতে মুগ্ধ ‘হীরামন্ডি’ নায়িকা