কুসুমপুরায় আব্দুল ওহাব মুন্সি সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণ খাইন মরহুম আব্দুল ওহাব মুন্সী বাড়ি সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা আফরিন জিনিয়া। জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থায়নে আরসিসি ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, কুসুমপুরা জাকারিয়া ডালিম, হাসেম চৌধুরী, শওকত আকবর, ডা. মো. জাহাঙ্গীর, ইউসুফ খান, নূর মোহাম্মদ, বদরুল হক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের আন্তরিকতায় বিভিন্ন এলাকায় গ্রামীণ জনপদগুলো পর্যায়ক্রমে শহরে রূপ দিতে আরসিসি ঢালাই কাজ সম্পন্ন করা হচ্ছে। জেলা পরিষদ ইউপির পাশাপাশি গ্রামীণ উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট দেশ গড়ে তুলতে কাজ করছে। তিনি এলাকার অসমাপ্ত কাজগুলো চিহ্নিত করেন এবং চলমান উন্নয়ন কাজগুলো পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদে মুনিরীয়া যুব তবলীগের তরিক্বত কনফারেন্স আজ
পরবর্তী নিবন্ধওমরগণি এমইএস কলেজ শিক্ষক পরিষদের বিদায় সংবর্ধনা