মার্চ আসে

আ.ফ.ম. মোদাচ্ছের আলী | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

মার্চ আসে একাত্তরে রক্ত জবা লাল
মার্চ আসে একাত্তরে স্বাধীনতার কাল।
মার্চ আসে একাত্তরে মিছিল সভায় দেশ
মার্চ আসে একাত্তরে আগুন পরিবেশ।
মার্চ আসে একাত্তরে স্বাধীনতার ডাক
মার্চ আসে একাত্তরে জয় বাংলারই হাঁক।
মার্চ আসে একাত্তরে আগুন ঝরা দিন
মার্চ আসে একাত্তরে বাজায় রণ বীণ।
মার্চ আসে একাত্তরে রেসকোর্স মাঠে ভাষণ
সেই ভাষণে টালমাটাল ঐ পাকিস্তানি শাসন।
মার্চ খুলে স্বপন দুয়ার লড়াই করার শপথ
মার্চ আনে মুক্তি আলোয় বীর বাঙালির রথ।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন ছিল তাঁর
পরবর্তী নিবন্ধঅঙ্গুলি তাঁর উঁচিয়ে