অঙ্গুলি তাঁর উঁচিয়ে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

দেশের ভালো নয় পরিবেশ বইছে বাতাস বৈরী
আসবে কবি তাঁর জন্য মঞ্চ হলো তৈরি।
জয় বাংলা স্লোগান মুখে লাখ জনতার ঢেউ
এই আয়োজন জন্মকালে কেউ দেখেনি কেউ।

মন-অন্তরে আশার প্রদীপ দেখায় আলোর দিশা!
আজ কবিতার মন্ত্রবলে ঘুচবে অমানিশা!
অবশেষে আসলো কবি মঞ্চে ওঠে ধীরে
ইচ্ছে পূরণ দীপ্ত আশার নাও ঘাটেতে ভিড়ে।

উত্তেজনায় রেসকোর্স মাঠ কাঁপে কী থর থর,
সেই কবিতায় টগবগিয়ে রক্তে ওঠে ঝড়।
অঙ্গুলি তাঁর উঁচিয়ে ধরে শূন্যে দিলেন ছুঁড়ে
এই না সাহস সমাদৃত বিশ্ব-বিবেক জুড়ে।

বজ্র সুরে তাঁর কবিতার করেন বাণী দান,
রচিত হয় স্বাধীনতার সূর্য জয়ের গান!

পূর্ববর্তী নিবন্ধমার্চ আসে
পরবর্তী নিবন্ধবিরল গাছ রক্তচন্দন