ফিলিস্তিনপন্থী প্রতিবাদে যোগ দিল আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা

| সোমবার , ৬ মে, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ট্রিনিটি কলেজের ও সুইজারল্যান্ডের লুজান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনিপন্থি প্রতিবাদের ঢেউয়ে শামিল হয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর তার ঢেউ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন তুলতে শুরু করেছে। অস্ট্রেলিয়া ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থি বিক্ষোভ হচ্ছে। খবর বিডিনিউজের।

ডাবলিনে শুক্রবার শিক্ষার্থীরা শিবির গেড়ে বিক্ষোভ শুরু করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করে। শনিবার ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে তারা এবং বুক অব কেলস প্রদর্শনী বন্ধ করে দেয়, যা আয়ারল্যান্ডের শীর্ষ পর্যটক আকর্ষণ বলে জানায় রয়টার্স।

বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রী সংসদ জানিয়েছে, গত কয়েক মাসে হওয়া বিভিন্ন প্রতিবাদের কারণে বিশ্ববিদ্যালয়ের যে ক্ষতি হয়েছে তার জন্য কর্তৃপক্ষ তাদের ২,১৪০০০ ইউরো জরিমানা করেছে। সংসদ একথা জানানোর পর ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারীরা শিবির স্থাপন করে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ করতে শুরু করে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইসরায়েলের সঙ্গে একাডেমিক সম্পর্ক ছিন্ন করার ও যেসব কোম্পানির সঙ্গে ইসরায়েলের মিত্রতা আছে সেগুলো সঙ্গে সম্পর্ক ত্যাগ করার দাবি জানায়। বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী সংসদের সভাপতি লাজলো মোনারফিয়া সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যায়, যে ভবনে বুক অব কেলস প্রদর্শনী হচ্ছিল সেটির প্রবেশপথে বেঞ্চ স্তূপ করে রেখে আটকে দেওয়া হয়েছে।

ট্রিনিটি কলেজ জানিয়েছে, তারা নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে শিক্ষার্থী, কর্মী ও বাসিন্দাদের প্রবেশ সীমিত করেছে আর শনিবার বুক অব কেলস প্রদর্শনী বন্ধ থাকবে। সুইজারল্যান্ডের লুজানে প্রায় ১০০ শিক্ষার্থী একটি ভবন দখল করে নিয়ে বিক্ষোভ করছে ও বিভিন্ন দাবি জানাচ্ছে। তাদের এসব দাবির অন্যতম ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক সহযোগিতা বন্ধ করা।

শনিবার এখানকার এক প্রতিবাদকারী সুইস টেলিভিশনকে বলেন, দুইশরও বেশি দিন ধরে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে কিন্তু আমরা এ নিয়ে কিছুই বলছি না। এখন সরকারগুলোকে পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য বিশ্বব্যাপী আন্দোলন শুরু হয়েছে, কিন্তু তারা তা করছে না। তাই আমরা এখন বিশ্ববিদ্যালয়গুলোকে এতে যুক্ত করতে চাইছি। বিশ্ববিদ্যালয়টি বলেছে, দখল সোমবার পর্যন্ত চলতে পারে যদি তা ক্যাম্পাসের কাজ ব্যাহত না করে। ফিলিস্তিনের ছিটমহল গাজায় সাত মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৩৪ হাজার ছয়শরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউসের সামনে গাড়ি বিধ্বস্ত, চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রার্থীর পক্ষে টাকা বিতরণ, মীরসরাইয়ে ৫০ হাজার টাকা জরিমানা