মারা গেছেন ইরাক হামলার অন্যতম রূপকার পাওয়েল

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। তার বয়স হয়েছিল ৮৪ বছর। ইরাক যুদ্ধের অন্যতম রূপকার হিসাবে তাকে মনে করা হয়। কোভিড-১৯এ আক্রান্ত হবার পরবর্তী জটিলতা থেকে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। বলা হয়েছে, তিনি কোভিডের সম্পূর্ণ টিকা পেয়েছিলেন। সামরিক বাহিনীর শীর্ষ পদে দায়িত্ব পালন করার পর প্রথম আফ্রিকান-আমেরিকান ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন পাওয়েল। রিপাবলিকান দলের জর্জ ডাব্লিউ বুশ ২০০১ সালে প্রেসিডেন্ট থাকার সময় তিনি ওই দায়িত্ব পালন করেন।
ইরাক যুদ্ধে সমর্থন সংগ্রহে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, সেজন্য অনেকের কাছে তিনি সমালোচনার শিকার হয়েছিলেন। সেই সময় ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্য ব্যবহার করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া তার বক্তব্য তার জীবনে একটি কালো দাগ হিসাবে থেকে গেছে। পরবর্তীতে ২০০৫ সালে এবিসি নিউজ চ্যানেলকে দেয়া একটি সাক্ষাৎকারে পাওয়েল বলেছিলেন, ‘‘এটা তখনও ছিল কষ্টকর, এটা এখনও আমাকে কষ্ট দেয়।

পূর্ববর্তী নিবন্ধহাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা অস্বীকার চীনের
পরবর্তী নিবন্ধমিয়ানমারে অশান্তির জন্য দায়ী বিরোধীরা : জান্তা প্রধান