হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা অস্বীকার চীনের

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

পরমাণু অস্ত্র বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি অস্বীকার করেছে চীন। জোর দিয়ে বেইজিং বলেছে, এটি একটি নিয়মিত মহাকাশযানের পরীক্ষা ছিল। চীন গত অগাস্টে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ পত্রিকা প্রাথমিকভাবে একটি প্রতিবেদন প্রকাশ করে। এ খবরে ওয়াশিংটনে উদ্বেগ দেখা দেয়। মার্কিন গোয়েন্দারা রীতিমত ‘চমকে গেছেন’ বলেও জানানো হয়। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, অগাস্টে চীনের সামরিক বাহিনী একটি রকেট উৎক্ষেপণ করে, যাতে থাকা হাইপারসনিক গ্লাইড ভেহিকল পৃথিবীর কক্ষপথের নিচ দিয়ে উড়ে গিয়ে, পৃথিবীকে প্রদক্ষিণ করে লক্ষ্যের দিকে দ্রুতবেগে ছুটে যায়। যদিও শেষপর্যন্ত সেটি লক্ষ্যে আঘাত হানতে পারেনি। বিবিসি জানায়, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক দ্রুত গতির। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধইউরোপীয় ইউনিয়নে দশ হাজার নতুন কর্মী নিয়োগ দেবে ফেইসবুক
পরবর্তী নিবন্ধমারা গেছেন ইরাক হামলার অন্যতম রূপকার পাওয়েল