ইউরোপীয় ইউনিয়নে দশ হাজার নতুন কর্মী নিয়োগ দেবে ফেইসবুক

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

‘মেটাভার্স’ নির্মাণ চেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে পাঁচ বছরে দশ হাজার চাকরি সৃষ্টির পরিকল্পনা করেছে ফেইসবুক। ওই অঞ্চলের আশপাশের দেশগুলো থেকে উচ্চ দক্ষতাসম্পন্ন প্রকৌশলী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। খবর বিডিনিউজের। রবিবার মার্কিন সামাজিক মাধ্যমটি জানিয়েছে, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড থেকে নিয়োগ দেওয়ার ইচ্ছা রয়েছে তাদের। ইউরোপ ফেইসবুকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, রবিবার রাতে এক ব্লগ পোস্টে জানিয়েছেন ফেইসবুকের বৈশ্বিক সম্পর্ক প্রধান নিক ক্লেগ এবং কেন্দ্রীয় সেবার ভাইস প্রেসিডেন্ট হাভিয়ের অলিভান। ইউরোপীয় ইউনিয়নের হাজারো কর্মী থেকে শুরু করে, লাখো ব্যবসা যারা প্রতিদিন আমাদের অ্যাপ ও টুল ব্যবহার করছে, আমাদের সফলতার বড় একটি অংশ ইউরোপ, ঠিক যেমন ফেইসবুক ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর সাফল্য ও বিস্তৃত অর্থনীতির একটা অংশ। মাইক্রোসফট, রোব্লক্স ও এপিক গেইমসের মতো একাধিক প্রতিষ্ঠান নিজ নিজ সংস্করণের মেটাভার্সের পেছনে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে বলে উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

পূর্ববর্তী নিবন্ধকেরালায় বন্যা মৃত্যু ২৭, বহু নিখোঁজ
পরবর্তী নিবন্ধহাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা অস্বীকার চীনের