মিয়ানমারে অশান্তির জন্য দায়ী বিরোধীরা : জান্তা প্রধান

মুক্তি দেয়া হবে ৫৬৩৬ বিক্ষোভকারীকে

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

মিয়ানমারের বিরোধীদলগুলো যে উস্কানি ও সহিংসতা চালাচ্ছে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের তা বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মিয়ানমারের জান্তা প্রধান। দেশটির ক্ষমতাসীন সামরিক বাহিনী শান্তি ও গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে দাবি করেছেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। এদিকে ক্ষমতাসীন সামরিক শাসকদের বিরুদ্ধে বিক্ষোভের সময় আটক পাঁচ হাজার ৬৩৬ জনেরও বেশি কারাবন্দি ব্যক্তিকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। মানবিক কারণে এদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন জেনারেল হ্লাইং। খবর বিডিনিউজের। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আসিয়ানের রোডম্যাপের বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় জোটের আসন্ন শীর্ষ সম্মেলনে হ্লাইংকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত হয়েছে। তারপর করা প্রথম মন্তব্যে হ্লাইং মিয়ানমারে গণতন্ত্র পুনর্বহাল করতে জান্তার নিজস্ব পাঁচ-ধাপের পরিকল্পনার পুনরাবৃত্তি করেন কিন্তু আসিয়ানের সিদ্ধান্ত নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। নিষিদ্ধ ঘোষিত জাতীয় ঐক্যমত্যের সরকার ও বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র দলগুলো আসিয়ানের নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছে বলে ধারণা দেন ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া হ্লাইং। এই অভ্যুত্থান মিয়ানমারকে মারাত্মক বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে। টেলিভিশনে বেসামরিক পোশাকে হাজির হওয়া এই জেনারেল বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উস্কানির কারণে আরও সহিংসতা হচ্ছে। কেউ তাদের সহিংসতার দিকে নজর দিচ্ছে না, শুধু দাবি করছে আমরা সব সমস্যার সমাধান করবো। এই বিষয়ে আসিয়ানের কাজ করা উচিত।

পূর্ববর্তী নিবন্ধমারা গেছেন ইরাক হামলার অন্যতম রূপকার পাওয়েল
পরবর্তী নিবন্ধসেই রাম রহিম সিংয়ের যাবজ্জীবন