মাননীয় প্রধানমন্ত্রী সমীপে হতদরিদ্র কৃষককুল

| সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ৬:১০ পূর্বাহ্ণ

করোনা মহামারীর এই চরম ক্রান্তিলগ্নে গোটা জাতি যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় মানব জাতির অস্তিত্বের হুমকিস্বরূপ দানবরূপী করাল গ্রাসকে মোকাবেলায় সর্বশক্তি দিয়ে লড়াই করছে, সেই সময়ে হতদরিদ্র কৃষককুলের সামান্য ২০/৩০ হাজার টাকা ঋণ পরিশোধের নামে তাদেরকে সার্টিফিকেট মামলা এবং গ্রেফতারী পরোয়ানা জারি করে হয়রানি করার পাঁয়তারা শুরু করা অত্যন্ত অমানবিক আচরণ বলে আমরা মনে করি। আমাদের মনে রাখা উচিত, এই কৃষকরাই মাথার ঘাম পায়ে ফেলে দেশের সাড়ে ষোল কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন করে দেশের অর্থনীতির ভিত মজবুতে অবদান রাখে। এই কৃষকদেরকেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনীতির প্রাণশক্তি বলে অভিহিত করেছিলেন।
অতএব, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার কাছে হতদরিদ্র কৃষককুলের আকুল আবেদন, করোনা মহামারীর এই দুঃসময় কাটিয়ে উঠার জন্য হলেও সুদ মওকুফ করে ঋণ পরিশোধের সময়সীমা ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করে সার্টিফিকেট মামলা এবং গ্রেফতারী পরোয়ানা জারীর সিদ্ধান্ত প্রত্যাহার করা হউক।
মোহাম্মদ ঈসমাইল, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধলৌকিক ভাবধারার সাধক কবি হাসন রাজা
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য