স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন আমীর খসরু

| রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪ at ৯:২২ পূর্বাহ্ণ

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে সস্ত্রীক যুক্তরাষ্ট্র রওনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত শুক্রবার রাতে ৮টায় অ্যামিরেটস এয়ারলাইন্সে ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন তিনি।

পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, কারাভোগের সময়ে শারীরিক নানা জটিলতায় ভুগেছেন বিএনপি নেতা। সেজন্য চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্র গেছেন। সঙ্গে আছেন স্ত্রী তাহেরা আলম ও মেয়ে তাহমিনা চৌধুরী। খবর বিডিনিউজের।

গত ২৮ অক্টোবরে নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ সংঘাতে পণ্ড হওয়ার পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিন মাস কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিন মুক্তি পান বিএনপি নেতা। একই দিন মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

পূর্ববর্তী নিবন্ধসরকার প্রবাসীদের কল্যাণে আন্তরিকতা নিয়ে কাজ করছে
পরবর্তী নিবন্ধডিপ্লোম্যাট অব দ্য ইয়ার পেলেন সাইদা মুনা তাসনিম