মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য

এহছানুল আজিম লিটন | সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ৬:১১ পূর্বাহ্ণ

শতাব্দীর মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের রাজনৈতিক আদর্শ, আমরা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক অনুসারী। আমরা অতীতে দেখেছি সকল দুঃসময়ে স্বৈরাচার জঙ্গিবাদ-সন্ত্রাসবাদসহ সকল অপশক্তিকে চট্টলার মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করেছেন প্রয়াত সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী। কিভাবে সন্ত্রাস জঙ্গিবাদ এবং সকল অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় ৭১ সালে তিনি সময়ের প্রয়োজনে এই চট্টগ্রামে জয়বাংলা বাহিনী গঠন করে তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনীকে রুখে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকে এই চট্টগ্রামকে কোনোভাবেই অরক্ষিত হতে দিতে পারি না, এই চট্টগ্রামে যদি কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, কোন সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাহলে ঠিক একইভাবে আমরা স্বাধীনতার পক্ষের কর্মীরা সেই সমস্ত অপশক্তিকে রুখে দেবো রাজনৈতিকভাবে। যেকোনো মূল্যে চট্টগ্রামে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি মহান মুক্তিযুদ্ধের চেতনা সর্বোপরি শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি বাংলার মাটিতে হবে এটা আমাদের প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধমাননীয় প্রধানমন্ত্রী সমীপে হতদরিদ্র কৃষককুল
পরবর্তী নিবন্ধসৃষ্টিতেই সকল আনন্দ খুঁজে নেন লেখকরা