মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্ণ

হাটহাজারী মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিদের পুরস্কার বিতরণ এবং মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন এনায়েত বাজার মহিলা কলেজ প্রাক্তন বাংলা বিভাগীয় প্রধান রোকেয়া বেগম। বক্তব্য রাখেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য গোলাম মোস্তফা সাহেব।

বিশেষ অতিথি ছিলেন ডা. শহীদুল্লাহ চৌধুরী, ডা. ওমর ফারুক, নুরুল আলম মফিজ, জসীম উদ্দীন চৌধুরী, শেখ মোহাম্মদ ইউসুফ, আবুল কাশেম, পলি মুহুরি, আখতার হোসেন বাদল, প্রাক্তন শিক্ষক শের আফগানু, আবুল মনসুর, কামাল উদ্দিন, মাহফুজুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপাল চন্দ্র শীল। সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক ফয়েজ উল্লাহ এবং গোপা রানী পাল। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং কৃতি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিসিবির স্পিন বোলার অন্বেষণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধসেঞ্চুরির কাছাকাছি বোলার তাসকিন