চট্টগ্রামে বিসিবির স্পিন বোলার অন্বেষণ কর্মসূচি

| শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে দেশব্যাপী ১৫১৮ বছর বয়সী রিষ্ট স্পিনার ও চায়নাম্যান স্পিনার অন্বেষণ ও তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান কর্মসূচীর আওতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের কর্মসূচি গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোর কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও স্পিন বোলিং কোচ শাহেদ মাহমুদের তত্ত্বাবধানে পরিচালিত এই অন্বেষণ কর্মসূচিতে চট্টগ্রাম বিভাগের ৪০জন ক্রিকেটার অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে ৭জনকে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে। বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে এই কর্মসূচিতে সহযোগি হিসেবে কাজ করেন চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক। সকাল ১১টায় দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন বিসিবি পরিচালক আ জ ম নাছির উদ্দীন। এসময় বিসিবি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার পূর্ব সরফভাটা স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধমাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা