মাউন্ট সেমেরুতে ফের অগু্ন্যৎপাত, সতর্কতা জারি

| বুধবার , ৭ ডিসেম্বর, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

আবারো সক্রিয় হয়ে উঠল ইন্দোনেশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি পূর্ব জাভার মাউন্ট সেমেরু। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ২ হাজার বাসিন্দাকে, জারি করা হয়েছে চতুর্থ স্তরের সতর্কতা। স্থানীয় সময় রোববার দুপুর আড়াইটা থেকে লাভা উদ্গীরণ শুরু করেছে রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরি।

অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট ছাইয়ে ঢেকে গেছে পূর্ব জাভার একাধিক রাস্তা এবং বাড়িঘর। আগ্নেয়গিরির কাছে থাকা গ্রামগুলো থেকে প্রায় ২ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়েঅ। সোমবার (৫ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তাদের আশেপাশের স্কুল এবং সরকারি ভবনগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, লাভা বেরিয়ে আসার কারণে ঘন সাদা ধোঁয়ায় ঢেকে গেছে এবং ছাইগুলো ছিটকে এসে পড়ছে।

তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের সেমেরুর অগ্ন্যুৎপাত কেন্দ্র থেকে কমপক্ষে ১৭ কিলোমিটার দূরে থাকার জন্য সতর্কতা জারি করেছে বিএনপিবি।

পূর্ববর্তী নিবন্ধঘুড়ি
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক আদালতে সাংবাদিক শিরিন হত্যা মামলা