মুক্তিযোদ্ধা প্রফেসর সবুক্তগীন মাহমুদ

| শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিএড কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর সবুক্তগীন মাহমুদ (৭৮) গত বুধবার নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি স্ত্রী, ১ মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্যারেড মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চকবাজার থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কাশেমকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। বাদে আসর গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগস্থ মসজিদে দ্বিতীয় নামাজে জানাযা শেষে সেখানকার পারিবারিক কবনস্থানে মরহুমের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মুক্তিযোদ্ধা প্রফেসর সবুক্তগীন মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশসহ শোকাহত পরিবারপরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, ডেপুটি কমান্ডার মো. নূর উদ্দিন, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাসসহ সংসদের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএডভোকেট শামসুল ইসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধসিআইইউর অ্যাডমিশন ফেস্টিভ্যাল রোববার