চট্টগ্রামে সমসাময়িক ফরাসি চলচ্চিত্র উৎসব

| রবিবার , ৫ মে, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

আলিয়ঁস ফ্রঁসেজ ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে গত ৩ ও ৪ মে সমসাময়িক ফরাসি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩ মে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো ল্যাকরাম্প ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কথাসাহিত্যিক ও চলচ্চিত্র বিশেষজ্ঞ আলম খোরশেদ। তিনি তাঁর বক্তব্যে ফরাসি চলচ্চিত্রের বিবর্তন, বিকাশ এবং সমসাময়িক ধারা নিয়ে তথ্যনিষ্ঠ আলোচনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপ পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী। চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে দুদিন ব্যাপী উৎসবে ফ্রান্সের অতি সামপ্রতিক চারটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতবুও গানে ফেরার আকুতি রিংকুর
পরবর্তী নিবন্ধআমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!