এবার মিথিলার ‘বাজি’

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:০৭ পূর্বাহ্ণ

রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলায় একসঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। বিজ্ঞাপন ও নাটকের ক্যারিয়ারে দুই দশক পাড়ি দিলেও কয়েক বছর ধরে সিনেমায় ও সিরিজে মন দিয়েছেন তিনি। কলকাতার সিনেমাতেই বেশি পাওয়া যায় তাকে। চলতি বছরে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ও অভাগী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মিথিলা। সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার অনির্বাণ চক্রবর্তী।

এদিকে আগামী ঈদে দেশের ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘বাজি’। আরিফুর রহমান পরিচালিত এই ওয়েব সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে। মিথিলা বলেন, গত বছর ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছি।

আশা করি ‘বাজি’তে সেই সাপোর্ট পাবো। ক্রিকেট এর গল্প নিয়ে নির্মিত এই সিরিজে আমাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখতে পাবেন। ওয়েব সিরিজে রয়েছেন মিথিলার প্রাক্তন স্বামী অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানও। এর মাধ্যমে অনেক দিন পর একই সিরিজের মাধ্যমে পর্দায় ফিরছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ
পরবর্তী নিবন্ধবাবা হারালেন আফসানা মিমি