আনোয়ারায় ২ হাজার ৬ শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১১ ইউনিয়নের ২হাজার ৬ শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান ছিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপসহকারী উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা মো. সরোয়ার আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসৃষ্টিশীল ব্যক্তিত্বের ইতিহাস সন্ধানে
পরবর্তী নিবন্ধমাথা গোঁজার ঠাঁই পেল ছয় পরিবার