মাইক ব্যবসায় ফিরছে সুদিন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

ধর্মীয় আচার অনুষ্ঠান, রাজনৈতিক সভা-সমাবেশসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষিণ চট্টগ্রামে রয়েছে মাইকের যথেচ্ছ ব্যবহার। কিন্তু গত দেড় বছরেরও অধিক সময় কোভিড পরিস্থিতিতে চলা লকডাউনসহ নানা কারণে দক্ষিণ চট্টগ্রামের ঐহিত্যবাহী এ মাইক ব্যবসায় ধস নেমেছে। ব্যবসা বন্ধ হওয়ার উপক্রমও হয়েছে। কোভিড পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হওয়ায় এখন মাইক ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।
দীর্ঘ মন্দার পর চলতি মাস থেকে আবার চাঙা হতে শুরু করবে মাইক ব্যবসা। কারণ চলতি মাসে রয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী (দ.) ও সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। এর পর রয়েছে বছরের শেষের দিকে বিজয় দিবস ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি। এ সময়টাকে ঘিরে ঘুরে দাঁড়াতে চান এ মাইক ব্যবসায়ীরা। কথা হলে এমন তথ্যই জানান তারা।
একাধিক মাইক ব্যবসায়ী জানান, দেশব্যাপী কোভিড-১৯ পরিস্থিতিতে রাজনৈতিক সভা-সমাবেশ, ধর্মীয় ও সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানাদি বন্ধ থাকায় মাইক ব্যবসাও বন্ধ ছিল। পটিয়ায় দুই যুগ ধরে মাইক ব্যবসা চালিয়ে যাওয়া ‘মিশু মাইক’ সার্ভিসের পরিচালক নুুরুল ইসলাম জানান, কোভিড পরিস্থিতিতে দীর্ঘ দেড় বছরের অধিক সময় ধরে মাইক ব্যবসায়ীরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। কঠিন এ সময়ে অনেক ছোটখাট ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। সামনে বিভিন্ন ধর্মীয়, রাষ্ট্রীয়, সামাজিক ও রাজনৈতিক আচার উৎসবকে ঘিরে মাইক ব্যবসায়ীরা তাদের ব্যবসা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, দক্ষিণ চট্টগ্রামে মাইক ব্যবসা অনেক প্রাচীন। বর্তমানে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা, পটিয়া, কর্ণফুলী, বোয়ালখালীতে ছোট বড় প্রায় সাত শত ব্যবসায়ী রয়েছেন। তবে বর্তমানে অনেকেই এ ব্যবসা ছেড়ে দিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, মাইক ব্যবসায়ীদের কোনো সংগঠন নেই। সবচেয়ে বেশী মাইক ব্যবসায়ী রয়েছেন পটিয়া ও বোয়ালখালীতে। এ দুই উপজেলায় রয়েছে প্রায় আড়াইশ ব্যবসায়ী।
মাইক ব্যবসায়ীরা মাইকের পাশাপাশি বিভিন্ন সাউন্ড ও লাইটিং ভাড়া দিয়ে থাকেন। বর্তমানে সামাজিক অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হওয়ায় তাদের সুদিন ফিরতে শুরু করেছে। মাইক ব্যবসায়ীরাও তাদের ব্যবসা গোচ্ছাতে নড়ে চড়ে বসছেন।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদের ২৩ ব্যক্তিকে সাড়ে ৩২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকেডিএস লজিস্টিকের প্রাইমমুভার চালকরা কাজে যোগ দিচ্ছেন না