মন দিয়ে পড়ি

ঋষিকা বড়ুয়া শারা (৩১,৭৩২) | বুধবার , ১৬ জুন, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

লাউ থাকে ঝুলে
মধু থাকে ফুলে,
রস থাকে ফলে
রাতে তারা জ্বলে।
পানিতে নৌকা চলে
গরমে বরফ গলে,
খাই ক্ষুধা পেলে
পাখি ডানা মেলে।
আমি হই খুশি
চকলেট পেলে
মন দিয়ে পড়ি
বই-খাতা খুলে।

পূর্ববর্তী নিবন্ধরমা ও একটি আমগাছ
পরবর্তী নিবন্ধবৃষ্টির দিনে