ভেজাল খাদ্য পরিহার করার আহ্বান

আনোয়ারায় নিরাপদ খাদ্য বিষয়ে সেমিনার

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা অধিশাখার উপপরিচালক রেবেকা খান। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলার নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিটন চন্দ্র দেব। চেয়ারম্যানদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, এম এ কাইয়ুম শাহ্‌, আমিন শরীফ, অসিম কুমার দেব, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আজিজুল হক বাবুল, কলিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রীস, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, প্রধান শিক্ষকদের মাঝে কে.এম. এরশাদ হোসাইন, পুলক কুমার সেন, সরোয়ার কামাল, কে.এম. সরোয়ার হোসাইন, রতন কান্তি শীল, আবুল মনছুর, মো. মফিজুর রহমান, মো. মোজাহের প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ভেজাল খাদ্য পরিহার করে সরকারের নীতিমালা ও নির্দেশনা অনুয়ায়ী খাদ্যাভাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে হাটহাজারীতে কর্মশালা
পরবর্তী নিবন্ধধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আহ্বান