ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আহ্বান

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভা

| বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

ইসলামী শিক্ষাসংস্কৃতি সম্বলিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে সরকারের নিকট আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাযী মুঈনুদ্দীন আশরাফী। গতকাল বুধবার বিকাল ৪টায় সংগঠনের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাতের স্ট্যান্ডিং কমিটির সদস্য অধ্যক্ষ স..ম আব্দুস সামাদ, পীরজাদা আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, ওমর শিহাব। অধ্যক্ষ ড. ইসমাইল নোমানীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ বদিউল আলম রেজভী, জুলফিকার আলী চৌধুরী, . সরওয়ার উদ্দীন, অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ আব্দুল গফুর রেজভী, . মুহিউল হক, অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ নুরুল আলম, এডভোকেট সৈয়দ মুখতার আহমদ সিদ্দিকী, মাওলানা নুরুল্লাহ রায়হান খান ও আশরাফ হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমিক দক্ষ জনশক্তি গঠনের কোনো বিকল্প নেই। বিশ্বমানের দক্ষ ও যোগ্য নাগরিক গঠনের লক্ষ্যে শিক্ষা কারিকুলাম পরিবর্তন সময়ের দাবি। আমরাও সেই যুগোপযোগী পরিবর্তন চাই। কিন্তু তা হতে হবে ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখে যুগোপযোগী আধুনিক শিক্ষাব্যবস্থা। নতুন শিক্ষাক্রমে দেশের ৯২ শতাংশ মুসলমানের দ্বীনি চেতনাবোধকে উপেক্ষা করা হয়েছে। মতবিনিময় সভা থেকে সরকার ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে ইসলামী শিক্ষার স্বকীয়তা বজায় রাখার উদাত্ত আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভেজাল খাদ্য পরিহার করার আহ্বান
পরবর্তী নিবন্ধশহীদ নূতন চন্দ্র সিংহের ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত