দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে হাটহাজারীতে কর্মশালা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল বুধবার এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডির আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) কর্মশালার আয়োজন করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামা, রিসোর্স পারসন ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার যোগাযোগ মিডিয়া স্পেশালিষ্ট সৈয়দ আশরাফ। কর্মশালা ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (. দা.) নিয়াজ মোর্শেদ।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোরশেদ তালুকদার ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধভেজাল খাদ্য পরিহার করার আহ্বান