ভাষা শহীদদের জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হওয়া জরুরি

জোনাকী দত্ত | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ভোরে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই। কিন্তু ভাষা শহীদদের জীবনী বা কে কোন পরিস্থিতিতে সেদিন মিছিলে শহীদ হয়েছিলেন তা সবাই জানে না। আর তাই আমি একজন বাঙালি হিসেবে মনে করি, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে ভাষা শহীদদের জীবনী লিপিবদ্ধ করা হলে তা থেকে ভবিষ্যত প্রজন্ম উপকৃত হবে। ভাষা আন্দোলনে শহীদদের সঠিক পরিচয় ও আত্মদানের ঘটনা পড়ে তাঁদের প্রতি শ্রদ্ধাশীল ও জ্ঞানার্জন করবে। পূর্ব পাকিস্তান তথা বাঙালিরা সেদিন সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তান সরকার তাদের উর্দু ভাষায় কথা বলা ও লেখাপড়ার জন্য বাধ্য করে। বাংলা তথা বাঙালির মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তাইতো মায়ের ভাষার অধিকার আদায়ের জন্য সেদিন ওরা প্রতিবাদ করায় জীবন দিতে হয়েছিল। বিশ্বের আর কোন দেশে মাতৃভাষা রক্ষার জন্য কাউকে জীবন দিতে হয় নি। আমাদের উচিত সেই ভাষা শহীদদের সম্পর্কে অবগত হওয়া এবং তাঁদের আত্মদানে অর্জিত বাংলা ভাষার যথাযথ মর্যাদা দেওয়া। তবেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাশীল ও মাতৃভাষার সম্মান প্রদর্শিত হবে। আমরা বাঙালিরা যেন কখনো না ভুলি। শুধু কথায় নয়, কাজে ও যেন দেখাতে পারি। লেখক : কবি

পূর্ববর্তী নিবন্ধতবুও জীবন
পরবর্তী নিবন্ধভাষা