ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকিদাতা সেই যুবক রিমান্ডে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৪:৪৫ পূর্বাহ্ণ

নগরীর ইপজেড থানাধীন বন্দরটিলা এলাকার ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় ঢুকে বোমা বিস্ফোরণের ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা দাবির অভিযোগে গ্রেফতার তারিকুল ইসলামকে (২০) দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ৩য় মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ইপিজেড থানা পুলিশ তার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে একটি আবেদন করে। নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত বুধবার বিকালে ব্যাংক কর্মীদের জিম্মি করে তারেকুল ইসলাম টাকা দাবি করেন। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব গিয়ে ওই যুবককে গ্রেফতার করে। জানা গেছে, তারেকুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধইসলাম শান্তির ধর্ম, এতে জঙ্গিবাদের স্থান নেই
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ৩শ ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার