কাপ্তাইয়ে ৩শ ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৪:৪৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার দুর্গম কুকিমারা সাপছড়ি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ৪১ বিজিবি অভিযান পরিচালনা করে ৮ লাখ টাকা মূল্যের সেগুন ও গামারী কাঠ উদ্ধার করেছে। কাঠ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ পিএসসি। বিজিবির অধিনায়ক জানান গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ৩শ ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা হবে। জানা গেছে বন সন্ত্রাসীরা সংরক্ষিত বনের মূল্যবান কাঠ কেটে পাচারের উদ্দেশ্যে কুকিমারার সাপছড়িতে লুকিয়ে রাখে। স্থানীয় জনগণের মাধ্যমে গোপন সূত্রে খবর পেয়ে লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক উড়িয়ে দেয়ার হুমকিদাতা সেই যুবক রিমান্ডে
পরবর্তী নিবন্ধসিভাসুর বিনামূল্যে প্রাণী টিকা ও চিকিৎসা সেবা কর্মসূচি