কাপ্তাইয়ে দুস্থদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:৩২ পূর্বাহ্ণ

কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এবং মানবিক সহায়তা হিসেবে কাপ্তাই উপজেলায় অবস্থিত ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় গরিব ও দুঃস্থ ৩২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়াগ্‌গা, কুকিমারাপাড়া, বরইছড়ি, শীলছড়ি, ঢংছড়ি, চিৎমরমসহ উপজেলার বিভিন্ন স্থানে বসবাসকারী দরিদ্র জনগণের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার পরামর্শ দেন। জানা গেছে, করোনা মহামারীর সময় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে ওয়াগ্‌গাছড়া জোনের উদ্যোগে এর আগেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল। কঠোর লকডাউনের মাঝে বিজিবি কর্তৃক ত্রাণ সামগ্রী পেয়ে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধপঙ্গু রবীন্দ্র ও ফল বিক্রেতা ইউসুফ পেল বসত ঘর
পরবর্তী নিবন্ধঅসহায় মানুষের মাঝে খাবার বিতরণ